| |
               

মূল পাতা জাতীয় নিষিদ্ধ আ’লীগ ; সরকারকে সাধুবাদ জানালো বিএনপিসহ ইসলামী দলসমূহ


নিষিদ্ধ আ’লীগ ; সরকারকে সাধুবাদ জানালো বিএনপিসহ ইসলামী দলসমূহ


রহমত নিউজ     11 May, 2025     02:50 PM    


আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এতে সন্তুষ্টি প্রকাশ করে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছে বিএনপিসহ সকল ইসলামী রাজনৈতিক দল। একই সাথে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছে হেফাজতে ইসলামও । 

শনিবার (১০ মে) উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইন উপদেষ্টা জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে প্রকাশ করা হবে।

এর আগে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে রাস্তায় নামে ছাত্র-জনতা। তারপর দুই দিনের বিক্ষোভ শেষে সরকারের পক্ষ থেকে এই রায় আসে।